Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পৌরসভা/উপজেলা/ইউনিয়নভিত্তিক মসজিদ জরিপ-২০২৫
Details

জরুরী বিজ্ঞপ্তি

 

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের ২০২তম সমন্বয় সভার সিদ্ধান্তের আলোকে সারাদেশে অবস্থিত সকল মসজিদকে অন্তর্ভূক্ত করে মসজিদ তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেক্ষিতে সাতক্ষীরা জেলার সকল মসজিদের হালনাগাদ তথ্য ‘‘মসজিদ জরিপ-২০২৫’’ তালিকায় অন্তভূর্ক্তির জন্য সকল মসজিদ কমিটির প্রতি অনুরোধ করা হলো।

 

মসজিদ জরিপ সংক্রান্ত তথ্য :

১। নির্দিষ্ট ফরমে তথ্য পূরণ করে ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও  স্ব-স্ব উপজেলা অফিসে প্রদান করতে হবে।

২। ফরম সংগ্রহ : মসজিদ জরিপ-২০২৫ ফরম ইসলামিক ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা কার্যালয়, স্ব-স্ব উপজেলা অফিস, সাধারণ রিসোর্স সেন্টার এবং //islamicfoundation.satkhira.gov.bd/bn ওয়েবসাইটে পাওয়া যাবে।

৩। ফরম জমা দেওয়ার শেষ তারিখ : ১২ মে ২০২৫খ্রি. সোমবার অফিস সময়ের মধ্যে।

Publish Date
28/04/2025
Archieve Date
31/07/2025